মায়ের দুধ সৃষ্টিকর্তার পক্ষ থেকে শিশুর জন্য রহমত স্বরূপ। অনেক মায়েরা বলেন আমার দুধে পানি বেশি, এই কথার ভিত্তি নেই, কারণ দুধে ৮৮ভাগ পানি থাকবে এটাই স্বাভাবিক। মায়ের দুধ ০২ ভাগে বিভক্তঃ ১ম ভাগে পানি বেশি থাকে যা শিশুর তৃষ্ণা মেটাবে। ২য় ভাগে চর্বি ও ক্যালরী বেশি থাকে যা শিশুর ক্ষিধা মেটাবে। শাল দুধঃ শিশুর […]