বেশ ক’বছর আগে কোন একটা কেজি স্কুলে তাদের বাৎসারিক স্বাস্থ্য চেকআপ প্রোগামে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক উপদেশ দেয়ার জন্য আহুত হই। আগ্রহ নিয়ে গেলাম। এসব স্কুল গুলো সাধারণত কানা গলির কোন একটা ভাড়া বিল্ডিংকে কেন্দ্র করে গড়ে উঠে। কবুতের খোপের মতো ক্লাশ ঘর। গা লাগালাগি টাইপ সরু গলি। খুবই গরীব হাওলতের ভেন্টিলেশন ব্যবস্থা। স্কুলের গিঞ্জি […]