সাধারণত ১০ – ১১ বছর বয়স থেকে মেয়েদের মাসিক ঋতুস্রাব শুরু হয় এবং প্রায় পঞ্চাশ বছর বয়স পর্যন্ত এটা চলে (কিছুটা আগে পরে হয়)। সাধারণ হিসেবে মাসে একবার ৩ থেকে ৭ দিন, গড়ে পাঁচ দিনের জন্য ঋতুস্রাব বা মেনসট্রুয়েশন বা মাসিক হয়। এসময় ৩০ থেকে ৮০ এমএল পর্যন্ত রক্ত যেতে পারে (একটু কম বেশি হতে […]