চিকিৎসা বিজ্ঞানে বয়স্কদের স্বাস্থ্য সেবা দেবার শাখার নাম জেরিয়াট্রিক মেডিসিন। আমাদের দেশে খুব অবহেলিত একটা বিষয়। মূল সমস্যা হলো এখানে রোগীকে প্রচুর সময় দিতে হয়। আবার ফোনে নিয়মিত বাসায় রোগীর সেবাদানকারীর থেকে ফলোআপ নিতে হয়।অনেক সময় চিকিৎসককে রোগীর বাসায় গিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসতে হয়। উনাদের সমস্যা থাকে অনেকগুলো, তাই চিকিৎসককে ক্রিটিকাল এনালাইসিস ও পড়াশোনা […]