শিশুদের নাকে বা কানে ফরেন বডি ঢুকলে করণীয়
আমাদের মেডিকেলের ভাষায় ফরেন বডি বলতে এমন কোন জিনিসকে বোঝানো হয় যা শরীরের অংশ নয়। নাকে বা কানে এরকম জিনিস সচরাচর ঢুকে যেতে দেখা যায়। এটা সাধারনত শিশুদের ক্ষেত্রে বেশির ভাগ সময়ই ঘটে থাকে। তিন/ চার বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন, যারা সাধারনত ছোটখাট কোন কিছু পেলেই নাকে বা কানে গুঁজে দেয়াটা বেশি পছন্দ করে।
কানের ফরেন বডি এর ক্ষেত্রে করনীয় কি?
১। যদি ঐ বস্তুটি কানের ছিদ্রের বাহিরের দিকে থাকে তাহলে একজন জিপি (জেনারেল প্রাকটিশনার) এর কাছে গিয়ে বের করা যায়।
২। যদি ঐ বস্তুটি সহজে ক্যাচ করার মত না হয় তাহলে অবশ্যই একজন নাক-কান-গলা বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে।
৩। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কানের পর্দা খুব কাছেই থাকে। অনভিজ্ঞ কেউ কানের ফরেন বডি বের করতে গিয়ে কানের পর্দা সহজেই ফেটে ফেলতে পারে, অতএব সেক্ষেত্রে সাবধানতা অনিবার্য।
৪। খেয়াল রাখতে হবে কোন অবস্থাতেই যাতে অনভিজ্ঞ কাউকে দিয়ে এই প্রসিডিউর না করানো হয়।
৫। বাটন ব্যাটারি বা ছোট ঘড়ির ব্যাটারী হলে অনতিবিলম্বে এটা বের করার ব্যবস্থা নিতে হবে অন্যথায় কানের বড়রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।
৬। যেখানে সুবিধা রয়েছে সেখানে কানের ফরেন বডি অবশ্যই একজন নাক-কান-গলা বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়ে বের করা উচিত।
কানের ফরেন বডি কিভাবে বের করা হয়?
১। সাকার মেশিনের মাধ্যমে সাকশন দিয়ে। তবে এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত বেশি পাওয়ারফুল সাকার ব্যাবহার করার কারনে পর্দার ক্ষতি না হয়
২। ইরিগেশন বা কান ওয়াস করার মাধ্যমে: শরীরের তাপমাত্রার সমান কুসুমগরম ডিস্টিল্ড ওয়াটার দিয়ে এটি করা যায়।
৩। ফরেন বডি হুক দিয়ে: ক্ষেত্রে বিশেষে অটোস্কোপ বা কান দেখার যন্ত্রের সাহায্য নেয়া যায়
৪। এন্ডোস্কোপ মেশিন ব্যবহার করে।
৫। অনেক সময় কানের পেছন দিকে কেটে নেয়া হয়, এক্ষেত্রে অনেক সময় বোন বা হাড় ড্রিল করার প্রয়োজন পড়ে।
নাকের ফরেন বডির ক্ষেত্রে করনীয়:
১। একনাক বন্ধ করে অন্য নাক দিয়ে নিশ্বাস ছাড়তে বললে অনেক সময়ই ফরেন বডি বের হয়ে আসে।
২।মাদার্স কিস পদ্ধতি: এই পদ্ধতিতে অপর পাশের নাসারন্ধ্র বন্ধ করে শিশুর মুখের সাথে মুখ লাগিয়ে বাতাস দেয়া হয়। এতে দেখা যায় শতকরা ৬০ ভাগ ফরেন বডি বের হয়ে আসে । এটা ননমেডিকেল যে কেউ চেষ্টা করতে পারে।
৩। যদি এতে বের না হয় তাহলে একজন নাক-কান-গলা বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে।
৪। বাটন ব্যাটারি বা ছোট ঘড়ির ব্যাটারী হলে অনতিবিলম্বে এটা বের করার ব্যবস্থা নিতে হবে অন্যথায় বড়রকম জটিলতার হওয়ার সম্ভাবনা আছে
নাকের ফরেন বডি কিভাবে বের করা হয়?
১। ফরেন বডি হুক দিয়ে।
২। বেলুন ক্যাথেটার দিয়ে: এটা নাকে ঢুকিয়ে বেলুন ফুলিয়ে বের করে আনলে অনেক সময় ফরেন বডিও সাথে বের হয়ে যায়।
৩। এন্ডোস্কোপ মেশিনের মাধ্যমে: ফরেন বডি যদি নাকের একটু ভেতরের দিকে থাকে।
শিশুদের ক্ষেত্রে সাধারনত বাচ্চার সহযোগিতা থাকলে আংশিক অবশ করে বা অবশ করা ছাড়াই এই প্রসিডিউরগুলি করা যায়। সাধারনত শতকরা ৩০ ভাগ ক্ষেত্রে জেনারেল এনেস্থেশিয়া বা পুরো অজ্ঞান করার প্রয়োজন পড়ে।
ডাঃ মাহমুদ উল্লাহ্ ফারুকী
ডাঃ মাহমুদ উল্লাহ্ ফারুকী ঢাকা মেডিকেল কলেজ থেকে (কে-৬২) এমবিবিএস এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এম.এস পাশ করেন। বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নাক, কান ও গলা রোগ বিশেষগ এবং হেড-নেক সার্জন হিসেবে কর্মরত আছেন।