নিউরোসার্জন কি এবং কি ধরনের সেবা প্রদান করেন
নিউরোসার্জন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি নার্ভাস সিস্টেম বা স্নায়ুর বিভিন্ন রোগ ডায়াগনোসিস করেন ও অপারেশনের মাধ্যমে চিকিৎসা সম্পন্ন করেন।তাছাড়া ট্রমা, টিউমার, ভাস্কুলার ডিসঅর্ডার, ব্রেইন ও স্পাইন এর বিভিন্ন রোগ ও এর চিকিৎসা নিয়ে কাজ করেন।
নিউরোসার্জন সাধারণত যে ধরনের কাজ করেনঃ
# স্নায়বিক বা নার্ভের সমস্যার সমাধান হিসেবে সার্জারি বা অপারেশন সম্পন্ন করা। তাছাড়াও সেবাসমূহঃ
১. ব্রেইনঃ
- ব্রেইন টিউমার
- মাথাব্যথা
- মাথায় পানি জমা
- ব্রেইনের রক্তনালির সমস্যা
- স্ট্রোক ও প্যারালাইসিস
- খিচুনি
- মাথা ঘুরানো
২. নিউরোস্পাইনঃ
- মেরুদন্ডের টিউমার
- ঘাড় ব্যথা
- কোমর ব্যথা
- পিঠে ব্যথা
- মেরুদন্ডের টিবি
- পাতে পায়ে দুর্বলতা
- পাত পা কাঁপা
- হাত পা অবশ
৩. শিশু নিউরোসার্জারিঃ
- জন্মগত মাথা বড় হওয়া
- জন্মগত মেরুদন্ডের টিউমার
- বাচ্চাদের ব্রেইন ও মেরুদন্ডের টিউমার
৪. নিউরো ট্রমাঃ
- মাথায় আঘাত ও রক্তক্ষরণ
- মেরুদন্ডের আঘাত
- স্পোর্টস ইনজুরি
৫. নার্ভঃ
- নার্ভ ইনজুরি
- নার্ভের টিউমার
- কার্পাল টানেল সিন্ড্রোম
# রক্ত জমে যাওয়ার কারণে স্নায়বিক প্রবাহ বাধাপ্রাপ্ত হলে জমে যাওয়া রক্ত সার্জারির মাধ্যমে অপসারণ করা। মস্তিষ্কে রক্ত জমে যাওয়ার পরীক্ষা করা যেখানে রক্ত জমে যাওয়ার কারণে স্নায়বিক প্রবাহ সচল থাকতে পারে না। রক্ত জমে যাওয়ার ক্ষেত্রে অপারেশন বা সার্জারি করতে হয় একজন নিউরোসার্জনকে।
এক্ষেত্রে সমস্যা ডায়াগনোসিস করা নিউরোলজিস্টের কাজ। ডায়াগনোসিস করার পরে নিউরোসার্জনের কাছে জমে যাওয়া রক্ত অপসারণ করতে হয় সার্জারির মাধ্যমে।
# রোগীর সার্জারি বা অপারেশনের পরে প্রয়োজনীয় ওষুধ পরামর্শ দেওয়া।
# নিউরোলজিস্ট যদি ব্রেইন টিউমার নির্ণয় করেন পরীক্ষার পরে তাহলে ব্রেইন টিউমারের অপারেশন বা সার্জারি সম্পন্ন করতে হয় একজন নিউরোসার্জনকে।
# মেরুদন্ডের সাথে কিছু নার্ভ বা স্নায়ুর সংযোগ থাকে। কিছু ক্ষেত্রে দেখা যায় মেরুদন্ডের স্নায়ুগুলো সচলভাবে কাজ করছে না মেরুদন্ডের সমস্যা হওয়ায়। এ ধরনের সমস্যা খুঁজে পাওয়া গেলে মেরুদন্ডে প্রয়োজনীয় সার্জারি সম্পন্ন করতে হয় একজন নিউরোসার্জনকে।
# শরীরের যে কোন অংশে নার্ভ বা স্নায়ু সংযোগ কেটে গেলে সার্জারি বা শল্যচিকিৎসার মাধ্যমে তা পুনঃস্থাপন করা।
# স্নায়বিক সমস্যা নির্দিষ্ট করতে এমআরআই (MRI – Magnetic Resonance Imaging), স্পেক্ট (SPECT – Single Photo Emission Computed Tomography) ও পেট (PET – Positron Emission Tomography) পরীক্ষাগুলোর রিপোর্ট দেখা এবং সে অনুযায়ী প্রয়োজনীয় সার্জারি সম্পন্ন করা।
# ব্রেইনে বা মস্তিষ্কে স্নায়ু সম্পর্কিত কোন সমস্যা দেখা দিলে সার্জারির মাধ্যমে সমস্যার সমাধান করা।
# স্পাইন বা মেরুদন্ডের সমস্যার ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হলে তা সম্পন্ন করেন একজন নিউরোসার্জন।
ডাঃ ইসমাইল হোসেন
ডাঃ ঈসমাইল হোসেন পার্কভিউ হসপাতালে কনসালটেন্ট নিউরোসার্জন হিসেবে কর্মরত আছেন।